শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

চোরের পছন্দ রাজশাহীর অভিজাত পদ্মা আবাসিক এলাকা

ইফতেখার আলম বিশাল,রাজশাহী:

রাজশাহী মহানগরীতে চোর চক্রের অন্যতম সদস্য রাব্বি ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

সোমবার ৬ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে শিরোইল কলোনির সাড়ে ৩ নং গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাব্বি শালবান এলাকার মামুনের ছেলে।বর্তমানে চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি সাড়ে ৩ নং রোড়ের গোলাম রসুলের ভাড়াটিয়া।গ্রেপ্তারের সময় তার বাসা থেকে একটি আ্যন্ড্রয়েড ফোন ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার রাব্বি জানায়,তার গ্রুপের একাধিক চোর রয়েছে।তাদের মধ্যে সাইদ,শাব্বির ও সাগরকে নিয়েই বেশিরভাগ চুরির অপারেশন চালায়।পদ্মা আবাসিক এলাকাকে তাদের পছন্দের তালিকায় রাখা হয়েছে।কারণ এলাকাটি অভিজাত এবং প্রতিবেশী হওয়ায়।এর পূর্বে আবাসিক এলাকায় ঘটে যাওয়া ছোট বড় চুরির ঘটনা তাদের চক্রের কাজ বলেও জানায়,চোর রাব্বি।

এছাড়া কলোনির আশেপাশের পোল থেকে বিদ্যুতের তার চুরি করাসহ বাসাবাড়ি থেকে সুযোগ বুঝে আসবারপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় তারা।সাইদ, শাব্বির ও সাগরের বাসা হাজরাপুকুর ডাবতলা এলাকায়।

রোববার দিনগত রাত ১টার দিকে ভদ্রার মোড়ে অবস্থিত সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটুর বড় ভাই বাবলুর বাসা থেকে দুটি মোবাইল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় রাব্বি সহ চক্রের চারজন সদস্য।একই রাতে পদ্মা আবাসিক এলাকার ৫ নং রোডের একটি বাসা থেকে একটি বাটন ও দুটি অ্যান্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে যায় তারা।

সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটুর ভাতিজা রকি জানান, গত রাতে আমাদের বাসা থেকে ফোন চুরির সময় রাব্বিকে ধরার চেষ্টা করি।এসময় আমাকে ছুরি চার্জ করে রাব্বি।পরে মোবাইলসহ তাকে ছেড়ে দিতে বাধ্য হই।এরপর সোমবার সকালে আমার ফোন থেকে আমার বড় ভাই সুইটের ফোনে ফোন দেয় এবং গালি দিয়ে বলে তোর দুইটা ফোন নিয়ে যা।পরে সকাল ১০টার দিকে স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে মোবাইল দুটি নিয়ে আসি।

এব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ পারভেজ জানান, চোর রাব্বিকে আমরা মোবাইল সহ গ্রেপ্তার করেছি।তার বিরুদ্ধে চন্দ্রিমা থানা-সহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।এছাড়া তার দেয়া তথ্যে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।তাদের প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + six =


অফিসিয়াল ফেসবুক পেজ

x