ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদের উপর এআর ভুইয়া নামে সেতুর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা হাট ও গঙ্গাধরদী গ্রামের সংযোগস্থল কুমার নদের উপর নির্মিত এ সেতুর শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
উদ্বোধন শেষে গঙ্গাধরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি নিক্সন চৌধুরী।
তিনি তার বক্তব্যের এক পর্যায় বলেন, আওয়ামীলীগ গুনীজন ব্যক্তিকে সম্মান দিয়ে থাকেন বলেই বঙ্গবন্ধুর বাল্যবন্ধুর নামে ভাঙ্গার সবচেয়ে বড় সেতুটির নাম করণ করা হয়েছে।এভাবে সম্মানিত ব্যক্তিদের সম্মানিত করে আগামীতে সারা বাংলাদেশ জয় করার লক্ষে আমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান আল হাবিব, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়াম্যান মো. কাউসার, গঙ্গাধরদী গ্রামের সম্তান অতিরিক্ত সচিব (অবঃ) মো. মজিবুর রহমান, মরহুম এআর ভূঁইয়ার ছেলে জামাল আ. বারি ভুইয়া টিপু, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মুনসুর আহম্মদ মুন্সী, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, সমাজ সেবক এ্যাপলো নওরোজ, ভাঙ্গা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোবাহান মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক ও গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার সভাপতি মো. মতিউর রহমান, ঘারুয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সমাজ সেবক এস.এম মুরাদ হোসেন, শিক্ষানুরাগী মো. লুৎফর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু বাংলাদেশ অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম মরহুম এআর ভুইয়ার স্মরণে এ সেতুর নাম রাখা হয়েছে বলে সূত্রে জানা যায়।