আগামীকাল ৪ জানুয়ারী বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে পাবনার সুজানগরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেছে স্থানীয় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার সকালে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার বিভিন্ন স্থানেসহ পথচারী, দোকানদার, শ্রমিকসহ নারী-পুরুষদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে সুজানগর পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহবায়ক শাহজাহান শেখ, পৌর বিএনপির সম্মানিত সদস্য শেখ হযরত, স্বেচ্ছাসেবকদল নেতা রইচ বিশ্বাস সহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস ও সদস্য শেখ হযরত জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস,বিদ্যুৎ, সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি- দুঃশাসন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে রাজশাহী বিভাগীয় গণ সমাবেশ সফল করতে সুজানগরের কৃষক শ্রমিক, ছাত্র-যুবকসহ সংগ্রামী জনগণকে অংশগ্রহণ করার জন্য তাঁরা আহবান জানান।