ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, লালমোহন থানাধীন রামগঞ্জ ইউনিয়ন হতে ৯১০ পিস ইয়াবা সহ নাইম (২২) নামে এক যুবককে আটক করেছে ভোলা ডিবি পুলিশের সাইবার টিম।
মঙ্গলবার ৩১ জানুয়ারি রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক মোঃ মোহাইমিনুল ইসলাম শাওনের নেতৃত্বে রনাগঞ্জ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাঈম উপজেলার রমাগঞ্জ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিদর্শক মো. জহিরুল ইসলাম কামাল জানান, আটককৃত মাদক ব্যবসায়ি নাঈম বিভিন্ন কৌশলে মাদক সরবরাহ করতেন। দীর্ঘদিন যাবত সে মাদকের সঙ্গে সম্পৃক্ত।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সদস্যরা খুব কৌশলে তাকে আটক করেছে।
এসময় তার কাছ থেকে নগদ এক হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে আটককৃত যুবককে মাদক মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।