রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ভোলায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ,থানায় মামলা

ভোলার বোরহানউদ্দিনে পৌর ৪ নং ওয়ার্ডের আইডিয়াল স্কুল সংলগ্ন শহিদ খানের বাসার সামনে মেইন সড়কে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

১ লা ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত এবং ২ তাজা ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে।

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ,ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের নেতাকর্মীদের জরুরি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা-কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর আকস্মিক ককটেল নিক্ষেপ করার চেষ্টা করে তবে ছাত্রলীগের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় তারা হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম সিকদার ও বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন,ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর বিএনপির কিছু সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে ছাত্রলীগের ওপর যারা হামলা ঘটিয়েছে তাদের জবাব রাজপথে দেওয়া হবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্নাজান বলেন, প্রোগ্রাম শেষে রাতে ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে বিএনপি-জামাতের কিছু নেতাকর্মীরা আমাদের উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের কর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসে থানা পুলিশ কে অবহিত করি,তিনি জানান এ ঘটনায় তারা কাউকে সনাক্ত করতে না পারলে ও সন্দেহজনক ভাবে ১৩ জনকে ও অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর তাজউদ্দীন খান,বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বুধবার বিকালে জানান,ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমন সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ২ টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এ সময় তিনি জানান,বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় বিএনপির ১৩ জন সহ আরো অজ্ঞাত ৩০-৪০ আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 18 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x