পটুয়াখালীর গলাচিপায় জিআর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০১৪ সাল থেকে দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।
সোমবার রাতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর দিক নির্দেশনায় থানার চৌকস কর্মকর্তা এস আই মো. ইমন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বোয়ালিয়া থেকে অভিযান চালিয়ে রিপন সিকদার (৩৮) নামে ওই আসামিকে গ্রেফতার করে।
তিনি উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত রহুল আমীন সিকদারের ছেলে।