সিরাজগঞ্জের শাহজাদপুরে সৌদি প্রবাসী এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতর নাম সাইদুল ইসলাম লেদু (৫০)।সে পৌর সদরের আইগবাড়ী পারকোলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে তৈরী হয়েছে ধুম্রজাল।
তবে নিহতের ভাতিজী সাথি খাতুন জানান, আমার বাবা মারা যাওয়ার পর থেকে সৌদি থেকে ফিরে চাচা সাইদুল ইসলাম আমাদের বাড়ীতেই থাকতো।
তিনি আরো বলেন, চাচা সাইদুল ইসলাম লেদু বিয়েসাদী করেনি।কিছুদিন ধরে কেমন যেন হতাশায় ভুগছিলো।মঙ্গলবার সকাল ৮ টার দিকে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে থাকে একথাটি শুনে দৌড়ে চাচার ঘরে গিয়ে দেখি চাচা ছুরি দিয়ে নিজের গলা কাটছে।এসময় আমি চিৎকার দিয়ে স্থানীয়দের ডাক দেই স্থানীয়রা এসে গলাকাটা অবস্থায় চাচাকে দেখতে পায়।পরে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা পুলিশে খবর দিলে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা সংগীয় পুলিশ ফোর্স এসে গলাকাটা লাশ উদ্ধার করে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।কেউ কেউ প্রশ্ন তুলছে এটা আত্মহত্যা নাকি হত্যা এটা ভালোভাবে তদন্ত করা জরুরি।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন,খবর পেয়ে আমরা এসে গলাকাটা মরদেহ উদ্ধার করেছি।মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।ময়না তদন্ত শেষে তদন্ত রিপোর্ট ও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।