বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আটোয়ারীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা,সনদপত্র ও নগদ অর্থ প্রদান জকিগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রেফতার বাঘায় দুই ছিনতাইকারী সহ গ্রেফতার-৩ গোদাগাাড়ীতে কিশোর গ্যাং নেতা রাব্বি ও তার ২ সহযোগী গ্রেফতার রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ পুজার ছুটিতে ব্যস্ত কুয়াকাটা,৫০ শতাংশ হোটেল অগ্রীম বুকিং শার্শার ঠেঙামারি বিলে জলাবদ্ধতায় হয়না আমন ফসল,হাজার হাজার চাষী নিঃস্ব মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার দুধর্ষ ডাকাত গ্রেফতার সালথায় পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা সারিয়াকান্দিতে যুবদলের পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

জমি দখল ও চাঁদাবাজির দায়ে ছাত্রলীগ নেতাসহ ৬ জন গ্রেফতার

ঠাকুরগাঁও সদর উপজেলায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৬জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩০শে জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান ভূল্লী থানার ওসি মোঃ আতিকুর রহমান।

মামলার আসামিরা হলেন- ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শহরের আশ্রমপাড়া এলাকার শ্রীদেব কুমারের ছেলে শ্রী সৃজন গুহ ঠাকুরতা (২৬), শহরের শান্তিনগর এলাকার দুলাল মিয়ার ছেলে তানভিন আক্তার তুহিন (২৫), শহরের হাজীপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান শিমুল (৩৫), একই এলাকার রফিক উদ্দীনের ছেলে মো. সোহাগ (৩৮), শহরের গোবিন্দনগর এলাকার আব্দুল লতিফের ছেলে মোঃ ফারলিন (২৬) ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার উমর আলীর ছেলে মোঃ আজিজ (৩৯)।

এর আগে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর কলেজপাড়া গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৬০ জনকে আসামি করে ভূল্লী থানায় এ মামলা করেন।

মামলায় তাদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, চাঁদাবাজি ও মারধারের অভিযোগ আনা হয়েছে।

মামলার বরাতে ওসি আতিকুর রহমান জানান, রবিবার বেলা দেড়টার দিকে ৫০-৬০ জন ব্যক্তি জয়নাল আবেদীনের এক একর জমি জোরপূর্বক দখল করতে যায়।এক পর্যায়ে তারা ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে জয়নাল তাদের বাঁধা দেয়।এ সময় হামলাকারীরা জয়নালের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

জয়নাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জয়নালকে মারধর করে এবং ভয়ভীতি দেখায়।এ সময় স্থানীয় লোকজন ছাত্রলীগ নেতা সৃজন গুহ ঠাকুরতাসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার জানান, “জেলা কমিটির সহ-সভাপতি সৃজন গুহ ঠাকুরতা গ্রেপ্তার হয়েছে শুনেছি।“ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন; এখানে কোনো অপরাধীর ঠাঁই নেই।এছাড়া কারও ব্যক্তিগত দায় সংগঠন বহন করবে না।আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com