বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
সারিয়াকান্দিতে হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া)
- আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইন এবং টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার যুবকরা হলো উপজেলার পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের ছামিল প্রাং এর ছেলে নাদিম প্রামানিক (২৫) এবং নারচী ইউনিয়নের কুপতলা পন্ডিতপাড়া গ্রামের মৃত মনছের আকন্দের ছেলে লেবু আকন্দ (৪৫)।
সারিয়াকান্দি থানার মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের রেফাউল ফারুক পুটুর বাড়ির সামনে থেকে নাদিম প্রাং কে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে একই দিনে নারচী ইউনিয়নের কুপতলা বাজারে অভিযান পরিচালনা করে ২ গ্রাম হেরোইন সহ লেবু আকন্দকে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন,গ্রেফতার আসামীদের সোমবার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।