পটুয়াখালীর গলাচিপায় ১০ কেজি নদীর নিষিদ্ধ পাঙ্গাস মাছের পোনা টেংরা মাছ জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী পৌরসভার পূর্ব মাছ বাজারে বিক্রি করার সময় মৎস্য ব্যবসায়ী সফেজ ও হারুনের কাছ থেকে এসব মাছ জব্দ করেন।পরে জব্দকৃত মাছ স্থানীয় জৈনপূরী খানকার হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।