প্রকৃতি হচ্ছে রুষ্ট

- আপডেট সময় : ০৬:৫৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

প্রকৃতি হচ্ছে রুষ্ট
জিএম মুছা
প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণীকুল অতিষ্ঠ
গুড়ি গুড়ি কুয়াশায় পশুপাখিদের জীবন নষ্ট
বাসযোগ্য পৃথিবীতে টিকে থাকা বড় কষ্ট
কিছু তো নেই কারোর আজানা
শীতের সকালে কুয়াশা কেন দেয় হানা
হিমহিম বাতাসে বাইরে যেতে মানা
দাদা- দাদি, নানা- নানির ছিল জানা
ঠক ঠক কাঁপে সবাই শীতের সকালে
অলস সূর্যটা কেন থাকে কুয়াশার দখলে
ভিড় করে খোকা খুকু বুড়াবুড়ি উনুনের পাশে
ভাপা পুলি রসের পিঠা খায় বসে বসে
ভাবিনা ভুলে ও পথশিশু ছিন্নমূল গরীব দুঃখীর কথা
কনকনে শীতের রাতে গায়ে নেই কাঁথা
নীতি কথা শোনানো নেতাদের প্রথা
প্রানীকুলের এমন দশা দেখি যথা তথা
হাঁস মুরগি, পশুপাখির জীবন থেমে গেছে
শীতে কেন পাখিরা ওড়ে না সকাল সাজে
কুয়াশায় শীতে পাখিরা মরে পড়ে আছে
দোয়েল,কোয়েল,চড়ুই, শালিক, কোথায় ওরা গেছে
শ্যামা, ঘুঘু ,কাকাতুয়া, বুলবুলি শীতে যেন কাবু
ওম পেতে ফুলিয়ে পালক ঝিম মেরে বসে আছে তবু।।
(সমাপ্ত)