শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত করার ঘটনায় উত্তেজনা বিরাজ

- আপডেট সময় : ০৯:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লাল মিয়া নামক এক ব্যাক্তিকে কুপিয়ে ও আরো তিনজনকে মারপিট করে আহত করার ঘটনাকে কেন্দ্র এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গুরুতর আহত লাল মিয়া(৪৫) বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এছাড়াও হাজী ওহাব মোল্লা, খোকন মোল্লা, আলমাস মোল্লা আহত হয়।
আহত লাল মিয়ার চাচাতো ভাই আনোয়ার হোসেন ও চাচা হাজী সেরাজুল মোল্লা এবং একই এলাকার মজনু রাজা জানান, রুপবাটি ইউনিয়নের চর আন্ধারমানিক গ্রামের তারা মিয়া, রহিম ফকিরের নেতৃত্বে একদল লোক দীর্ঘদিন ধরে অন্যের জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।মোয়াকোলা গ্রামের সেরআলী মোল্লা গংদের পক্ষে ডিক্রি পাওয়া জমি দীর্ঘদিন ধরে জোরপুর্বক রহিম ও তারা মিয়া গং দখল করে রাখার পর বৃহস্পতিবার শেরআলী মোল্লার লোকজনকে জমি ফিরিয়ে দেওয়ার কথা বলে জমিতে ডেকে নিয়ে গিয়ে রহিম ফকির, তারা মিয়া ও কাশেম মেম্বরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে স্বস্ত্রে সজ্জিত হয়ে শেরআলী পক্ষের উপর অতর্কিত হামলা চালিয়ে লাল মিয়া নামক একজনকে কুপিয়ে গুরুতর আহত করে এবং আরো তিনজনকে মারপিট করে আহত করে।
গুরুতর আহত লালমিয়া বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অপরদিকে, সাবেক ইউপি সদস্য কাশেম মেম্বরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাজী সেরআলী গং ডিক্রি পেলেও আদালতে আপিল শুনানি চলমান রয়েছে।ওদিন জমিতে এসে সেরআলীর লোকজনই আমাদের লোকজনের উপর আগে হামলা করে আমাদের পক্ষের রহিম ও রিপন এই দুইজনকে আহত করে এরা দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পরে আমাদের লোকজন লাল মিয়াকে মারপিট করেছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।