নবীন বরণ অনুষ্ঠানের ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি না থাকায় অনুষ্ঠানে আসেননি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট।
শনিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
জানা যায়, নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার সকালে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের ব্যানারে থাকার কথা ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি।
এলাকার স্থানীয় নেতাকর্মীরা জানান, জামায়াত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিদ্যালয়ের একদল শিক্ষক রয়েছে।তাদের প্ররোচণায় আজকে নবীন বরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নেই।এ কারণে আমাদের চেয়ারম্যান অনুষ্ঠান বর্জন করেছেন এবং বঙ্গবন্ধুর ছবি না থাকায় এর প্রতিবাদ জানাচ্ছি।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজিদুল রহমান জানান, নবীন বরণ অনুষ্ঠান তো তাই ছবি দেওয়া হয়নি।তবে চেয়ারম্যান বলার পরে আলাদা করে বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়েছে।
এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন,বিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাকে নবীন বরণ অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছিলো।বরাবরই আমি প্রতিটি পোগ্রামে সময়ের আগে উপস্থিত হই।কিন্তু জানতে পারলাম ব্যানারে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নেই।যে অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি থাকে না সেখানে আমার থাকার প্রশ্নই আসেনা।তাই আমি অনুষ্ঠান যাই নাই।বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি না থাকায় তীব্র নিন্দা জানাচ্ছি।