সিরাজগঞ্জে ৪৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ১২:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২ সিরাজগঞ্জে সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ২৮ জানুয়ারি রাত ০০.১৫ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন চড় মালশাপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ বাবু শেখের বাড়ীর সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ বাবু শেখ(৪০), পিতা- মোঃ রফিক শেখ, সাং-চড় মালশাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।