শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : কেসিসি মেয়র

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের আপোষহীন যোদ্ধা ছিলেন কবি রুদ্র।শেকড় সন্ধানী কবি রুদ্র আজীবন গ্রামকে ভালোবেসে গেছেন অনন্তকাল।উপদ্রুত উপকূল মোংলার প্রাণের মানুষ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-কে রাস্ট্রীয় স্বীকৃতি হিসেবে একুশে পদক প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে মোংরা সাধারন মানুষ।তরুন প্রজন্মের কাছে রুদ্র’র সাহিত্যকর্ম পৌছে দেয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

২২ এপ্রিল সোমবার বিকাল ৫ টায় কবির নিজ বাড়ি মোংলার মিঠাখালী ফুটবল মাঠে রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ওয়াটারকিপার্স বাংলাদেশ, উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রুদ্র স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে সরকার কর্তৃক একুশে পদক-২০২৪ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিননার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে রুদ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় রুদ্র স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টামন্ডলীর সভাপতি ও মিঠাখালী সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান ছোটমনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি, বাংলা একাডেমির পরিচালক শাহাদাৎ হোসেন নিপু, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার ও মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত।

বিশেষ অতিথির বক্তব্যে বেগম হাবিবুন নাহার এমপি বলেন, মোংলাবাসীর প্রাণের মানুষ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে সরকার কর্তৃক একুশে পদক প্রদান করায় আমরা আনন্দিত, গবির্ত ও সম্মানিত হয়েছে মোংরাবাসী।এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কথা সাহিত্যিক ইসহাক খান বলেন, বাংলা সাহিত্যে কবি রুদ্র চির স্মরনীয় হয়ে থাকবেন।কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোন ধরনের আপোষ করেননি।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি ও ড. শাহাদাৎ হোসেন নিপু।

এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পথিক নবীসহ অন্যান্য শিল্পীবৃন্দ এবং লাঠিখেলা প্রদর্শন করে ছহিরুদ্দিন লাঠিখেলা দল।

অন্যদিকে কবি রুদ্রকে একুশে পদক প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে সোমবার সকালে মোংলা পৌর শহরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়।র‌্যালির নেতৃত্ব দিয়েছিলেন বাগেরহাট-৩ মোংলা-রামপাল আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =


অফিসিয়াল ফেসবুক পেজ

x