সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নবাবগঞ্জে খুনের ঘটনায় ৫ ঘন্টায় রহস্য উদঘাটন

দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাওহীদুল ইসলাম বলেন, স্বামীর হাতে খুন হওয়া মর্জিনার মা গোলাপি বেগম বাদী হয়ে ঘটনার রাতেই অভিযোগ দায়ের করলে জামাই শহিদুল ইসলামকে আটক করে পুলিশ।

দিনাজপুরের নবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩২)কে খুন করেছে স্বামী শহিদুল ইসলাম।তাদের একমাত্র মেয়ে মোছাঃ আফরিন জান্নাত (০৬) ও ছেলে আলআমিনকেও মাথায় আঘাত করেন তার বাবা।ঘটনার পরপরই খুনি শহিদুল ইসলাম  পালিয়ে যায়।

শনিবার ২০ (এপ্রিল) রাত ৮ টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হেয়াতপুর (চিনিরচড়া) গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মর্জিনা বেগম একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।শহিদুল ইসলাম হেয়াতপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।পেশায় সে দিন মজুর হিসেবে গাছ কাটার কাজ করতো।

একই ঘটনায় গুরুতর আহত শিশু আফরিন জান্নাত ও আলআমিন কে স্থানীয় লোকজন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক মনে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, চিকিৎসা চলাকালে ২১এপ্রিল সকালে মেয়ে আফরিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ছেলে আল আমিন চিকিৎসাধীন রয়েছুে বলে জানা গেছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে – ছেলে মেয়ের মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে মর্মান্তিক খুনের এ ঘটনা ঘটেছিল।শনিবার রাতে খুন হওয়া মর্জিনা বেগম রান্না করছিল।ছেলে মেয়ে দুজন ঘরে মোবাইলে দেখছিল।এ সময় হঠাৎ ছেলেমেয়েরা চিল্লাচিল্লি করলে মা মর্জিনা বেগম ছেলে মেয়েকে থামতে বলে।একপর্যায়ে মা তাদের থাপ্পড় দিলে বাবা শহিদুল ইসলাম উত্তেজিত হয়।স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে মর্জিনা বেগমকে (৩২) বাশের খাঠিয়া দিয়ে পিটিয়ে হত্যা করে স্বামী শহিদুল।গুরুতর আহত হয় ছেলে ও মেয়ে।আহত ছেলে মেয়েকে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক মনে করে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।চিকিৎসাধীন মেয়ে শিশুটি মৃত্যুবরন করে।

মর্মান্তিক এবং লোমহর্ষক এ খুনের ঘটনা তদন্ত প্রায় শেষ পর্যায়ে।তদন্ত শেষ হলেই বিস্তারিত জানা যাবে হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 18 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x