সোমবার, ০৬ মে ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাজারহাট উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের আগেই দৃষ্টি কেড়েছেন চেয়ারম্যান প্রার্থী ফিরোজ

দ্বিতীয় ধাপে রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী এটিএম ফিরোজ মন্ডলের নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ এরই মধ্যে সবার দৃষ্টি কেড়েছে।বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে ও জনসমর্থন আদায় করতে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি।যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করছেন উঠান বৈঠক।ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রতিনিয়ত।খোঁজ নিচ্ছেন এলাকার শিশু-কিশোর ও তরুণসহ অসুস্থ্য রোগী এবং বয়োবৃদ্ধদের।

গত কয়েক দিন রাজারহাট উপজেলা ঘুরে এটিএম ফিরোজ মন্ডলের গণসংযোগের এমন চিত্রই দেখা গেছে।মনোনয়ন দাখিলের আগেই উপজেলার ৭টি ইউনিয়নেই তিনি প্রচারণা শেষ করেছেন বলেও জানা গেছে।

বিগত কয়েক বছর ধরে এটিএম ফিরোজ মন্ডল তাঁর ব্যক্তিগত তহবিল হতে শীতের সময় শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ, কণ্যাদায়গ্রস্ত অসংখ্য পিতাকে আর্থিক সহায়তা প্রদান, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, মাদরাসা, ঈদগাহ মাঠ ও শ্মশানে আর্থিক অনুদান প্রদান, বিভিন্ন ক্লাবে খেলার সরঞ্জাম প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আর্থিক সহায়তা প্রদান ও অসুস্থ্য গরীব রোগীদের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আসছেন বলে রাজারহাটের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে।এর ফলে রাজারহাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরব হয়েছেন এটিএম ফিরোজ মন্ডলের পক্ষে।

ছাত্র, যুবক ও খেটে খাওয়া শ্রমিক শ্রেণির অনেককেই তাঁর পক্ষে গণসংযোগে অংশ নিতে এবং ভোট চাইতে দেখা গেছে।

এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান, পরোপকারী ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।

দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।গত ১ এপ্রিল নির্বাচন কমিশন সচিব জাঙ্গাহীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল।মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।তার মধ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাও রয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজারহাট উপজেলা পরিষদ।সেগুলো হলো-১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ, ২নং ছিনাই ইউনিয়ন পরিষদ, ৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদ, ৪নং চাকিরপশার ইউনিয়ন পরিষদ, ৫নং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ, ৬নং উমরমজিদ ইউনিয়ন পরিষদ ও ৭নং নাজিমখান ইউনিয়ন পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =


অফিসিয়াল ফেসবুক পেজ

x