বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মহাস্থান নেসকো পিএলসি গ্রাহক অভিযোগ ও প্রতিকার সেবা প্রদান বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

মহাস্থান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসি এর আয়োজনে গ্রাহকদের অভিযোগ ও প্রতিকার সেবা প্রদান বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নেসকো মহাস্থা বিদ্যুৎ সরবরাহ অফিস কক্ষে আবাসিক প্রকৌশলী আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া ডিবিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম ছরোয়ার।

এসময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসি এর গ্রাহকদের নানা অভিযোগ শোনেন এবং এ বিষয়গুলো খোলাসাভাবে প্রতিকার করেন।

তিনি বলেন, আগে নতুন সংযোগ নিলে অনেক সময় কালক্ষেপণ হতো।এখন গ্রাহক কর্তৃক অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে সকল প্রয়োজনীয় দলিলাদি যাচাইপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত নতুন সংযোগ প্রদান হচ্ছে।এক কথায় সকলের নিকট নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে।

এসময় বেশকিছু গ্রাহক অভিযোগ করে বলেন, আগে এনালগ মিটারে প্রতি মাসে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়ে বিল দেওয়া সহজ হতো এবং ওই মিটারে বিদ্যুৎ বিলও তুলনামূলক কম আসতো।এখন তার ডাবল টাকা গুনতে হয়।

এ বিষয়ে তিনি বলেন, আগের চেয়ে বিদ্যুতের দাম বেড়েছে।আপনারা যেমন বিদ্যুৎ ব্যবহার করবেন তেমনই খরচ হবে।বর্তমান মিটারে কারচুপি করার কোন সুযোগ নেই।এজন্য বিদ্যুৎ অপচয় থেকে সবাই সাবধান হতে হবে।রাইচ কুকার চালানো বন্ধ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী প্রকৌশলী মারুফ  হোসেন, উপসহকারী প্রকৌশলী হাফিজুল ইসলাম, উপঃ সহকারী প্রকৌশলী আইয়ুব আলী, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, আজিজুল হক বিপুল।

গ্রাহক রানা সরকার, হোসেন সাকিদার, আব্দুল বারী, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, জাকারিয়া, মামুনুর রশীদ মামুন, দুলাল মিয়া, রফিকুল ইসলাম, ইয়াছিন আলীসহ অত্র অফিসের বিভিন্ন পদস্থের কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =


অফিসিয়াল ফেসবুক পেজ

x