চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

- আপডেট সময় : ০৭:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি শাখার সাব ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন।তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, দুপুর ১টার দিকে ইসলামপুর এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষ হয়।এতে এসআই নুরুল ইসলাম নিহত হন।তাকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়।এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।