টরকি বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়
তাসরিন ইসলাম রিতু
এই বিদ্যালয় মানে আমাদের
স্বপ্নপূরণের সাথী
এই বিদ্যালয় মানে আমাদের
সাফল্যের চাবিকাঠি।
এই বিদ্যালয় মানে প্রধান শিক্ষকের
স্বপ্নের অন্বেষণ
এই বিদ্যালয় মানে আনোয়ার স্যারের
স্নেহশীল শাসন।
এই বিদ্যালয় মানে রুবেল স্যারের ভয়ে
প্রতিদিন স্কুলে যাওয়া
এই বিদ্যালয় মানে হুজুর স্যারের কথায়
একটু করে ধার্মিক হওয়া।
এই বিদ্যালয় মানে মৃনাল স্যারের
উচ্চতর গণিত পড়া
এই বিদ্যালয় মানে মিজান স্যারের
সাবান তৈরি করা।
এই বিদ্যালয় মানে সেলিম স্যার কে
ব্যাকটেরিয়ার চিত্র দেখানো
এই বিদ্যালয় মানে বিমল স্যারের
ইংরেজি ভাষা শেখানো।
এই বিদ্যালয় মানে উত্তম স্যারের
অ্যাসেম্বলি এর বাঁশিতে ফুঁ
এই বিদ্যালয় মানে শারমিন ম্যামের
পড়া ফাঁকি দিও না কভু।
এই বিদ্যালয় মানে ঝরনা ম্যাডামের
ইংরেজ শাসন পড়ানো
এই বিদ্যালয় মানে মঞ্জু ম্যাডামের
ডেটাবেজ সফটওয়্যার দেখানো।
এই বিদ্যালয় মানে সাহিদা ম্যাডামের
কৃষি শিক্ষা বই খোলা
এই বিদ্যালয় মানে শিউলি ম্যামকে
মঙ্গল গ্রহ সম্পর্কে বলা।
এই বিদ্যালয় মানে শফিক স্যারের কাছে
বৃত্তির খবর জানা
এই বিদ্যালয় মানে গ্রন্থাগারিকা-
আন্টির থেকে নতুন বই আনা ।
এই বিদ্যালয় মানে টিফিনের সময়
গল্প করতে বসা
এই বিদ্যালয় মানে প্রতি জানুয়ারি
পুরষ্কার জেতার আশা।
এই বিদ্যালয় মানে শিক্ষা সফরের
আরেক নাম আনন্দ ভ্রমণ
এই বিদ্যালয় মানে একুশে ফেব্রুয়ারি
ভাষা শহীদদের স্মরণ।
এই বিদ্যালয় মানে যেখানে লুকিয়ে আছে
শত স্মৃতি , শত আবেগ
এই বিদ্যালয় মানে যেখানে আমরা
একদিন বর্তমান থেকে হব সাবেক।