শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ঈশ্বরদীতে প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার

ঈশ্বরদীতে ১৬ বছরের মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সূর্য্য মৃধা নামে ৬৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্পর্কে তিনি ওই কিশোরীর নানা।মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জয়নগর মধ্যপাড়া গ্রামের সূর্য্য মৃধার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।সূর্য্য মৃধা সম্পর্কে কিশোরীর নানার আপন বোনের জামাই।

স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা এজাহারে জানা যায়, মানসিক প্রতিবন্ধি কিশোরীর বাবা মারা যাওয়া পর থেকে ছলিমপুরের জয়নগর মধ্যপাড়ায় নানা বাড়িতে নানীর কাছে থাকতো।এরই মধ্যে কিশোরীর মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় সে নানীর কাছেই থাকতো।ঘটনার দিন গত ১৪ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে ‘কিশোরী বাড়িতে শুয়ে ছিল।কিশোরীর নানী ও পাশের বাড়ির নানার বোন (সূর্য মৃধার স্ত্রী) নিকট আত্মিয়ের লাশ দেখার জন্য দাপুনিয়াতে যায়।এ সুযোগ একা পেয়ে নানা সূর্য মৃধা ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।এরপর থেকেই কিশোরীর মন খারাপ ছিল।নানী বাড়িতে এলেও অভিমানে কথা বলছিলো না।পরদিন ১৫ মার্চ সকালে নানী গোসল করানোর জন্য বাথরূম নিয়ে গেলে কিশোরীর জামাকাপড় দেখে সন্দেহ হয়।নানী ঘটনা কি জিজ্ঞেস করলে কিশোরী কান্নায় ভেঙ্গে পড়ে নানীকে সবকিছু জানিয়ে দেয়।নানী এতে ক্ষুব্ধ পরিবার ও আত্মীয়-স্বজনকে ঘটনা জানান।কিন্তু কেউ এগিয়ে না আসায় সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি বাদী হয়ে স্বামী সূর্য মৃধার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন।অভিযোগ পেয়ে পুলিশ সূর্য মৃধাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মামলার পরপরই ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সূর্য মৃধাকে গ্রেফতার দেখিয়ে পাবনা আদালতে পাঠানো হয়েছে।ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x