শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সুন্দরগঞ্জে রাস্তায় বাঁশের বেড়া,২৩ দিন ধরে অবরুদ্ধ ৪ পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ৪ পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।ওই ৪ পরিবার গত ২৩ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে।রাস্তা বন্ধ করার কারণে ৪ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে।ফলে পরিবার চলাচলে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বাঁশের বেড়া।

এনিয়ে থানা লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।বিষয়টি সমাধানে থানা অফিসার ইনচার্জ হস্তক্ষেপ কামনা করেছে অবরুদ্ধ পরিবারসহ ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীরা জানা যায়, ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম বলেন, আমাদের বসত বাড়ির উত্তর পার্শ্বের পৈত্রিক সম্পত্তির উপর রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে আমরা বাড়িতে চলাচল করি।আমাদের বসত বাড়িতে চলাচলের একমাত্র রাস্তাটি অহেতুক পূর্ব শত্রুতার জের ধরে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, গত ২৩ ফেব্রুয়ারি আমার বসত বাড়ির উত্তর পার্শ্বে বাড়িতে চলাচলের রাস্তায় বেড়া দেয়।এসময় আমরা তাদের বাধা নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং মারধর করিতে উদ্যত হয়।তারা এও বলে যে, রাস্তা দিয়া চলাচল করলে আমাদেরকে খুন করে ফেলবে।এমতাবস্থায় অনেক দুর্ভোগ ও আতঙ্কে রয়েছি।আমাদের ছেলে মেয়েরা এখন পড়াশোনা করতেও বের হতে পারছে না।’

এঘটনায় অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে নওয়াব আলী ও নয়া মিয়া, মৃত কফিল উদ্দীনের ছেলে আনছার আলী এবং নওয়াব আলীর ছেলে মেহেদী হাসান।

ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, আমরাও এই রাস্তা দিয়ে দীর্ঘ ২০ বছর থেকে চলাচল করি।রাস্তায় বাঁশের বেড়া দিয়ে আটকানোর কারণে আমরা এখন ধান ক্ষেত দিয়ে আসা-যাওয়া করি।এছাড়াও আমি ভ্যান চালিয়ে জীবিকা নিবাহ করি।২৩ দিন থেকে অটো ভ্যান গাড়ি বাড়িতে এনে চার্জ দিতে পারি না।তাই আমার পরিবারসহ অনেক কষ্টে দিনাতিপাত করছি।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে নওয়াব আলী বলেন, ‘তাঁরা আগে আমাদের জায়গা দিয়ে চলাচল করিতো।কিন্তু আমরা আর আমাদের জায়গা দিয়ে চলাচল করিতে দেবো না।

ছাপড়হাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, ‘পরিবারকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি আমি শুনেছি।এটি আসলে তাদের জমি সংক্রান্ত বিরোধ।উভয়পক্ষকে নিয়ে বেশ কয়েকবার আমি মীমাংসা করার চেষ্টা করেছি।কিন্তু কোন পক্ষই সমঝোতায় আসেনি।’

থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।যাতায়াতের পথ বন্ধ করে রাখা যাবে না।বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eight =


অফিসিয়াল ফেসবুক পেজ

x