কবিতাঃ দ্রব্যমূল্যের গতি
মোঃ জাবেদুল ইসলাম
নিত্য নতুন দ্রব্যমূল্যের গতি,
পাল্টে যায় নিত্য বেগতিক।
পেছনে ডাকে তারে কতজন,
এই দ্রব্যমূল্য থাম থাম একটু,
কারোর কথা কাপর্ন্য করে না।
লাগামহীন ঘোড়ার মতো ছুটে,
আয়ের সাথে সংগতি রাখে না।
আপন ইচ্ছে নিজ গতিতে চলে,
কারোর বাঁধা উপেক্ষা করে না।
গতি পাল্টায় সে নতুন নিত্যদিন,
বিকেলে বউ যখন বাজারের ব্যাগ
আর ফর্দিটা হাতে ধরিয়ে দেয়।
তখন ভয়ে বুকটা আমার কঠিন,
আরও অনেক চিন চিন করে উঠে।
দ্রব্যমূল্যের লাগামহীন গতি থেকে,
আমরা নিম্নবিত্ত আর মধ্যবিত্ত,
পরিত্রাণ তবে পাবো কবে?