সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে অতর্কিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন উপজেলা যুবলীগ নেতা আজির উদ্দিন ও তার চাচাত ভাই নাজিম উদ্দিন।
এ ঘটনায় গতকাল সোমবার আহত আজির উদ্দিন এর ভাই তোফায়েল আহমদ বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করা হয়।মামলা নং- ১২/৪৪ তাং ১৬.৩.২০২৪ ইং।
এতে উপজেলার পাইগাঁও গ্রামের আশর আলীর ছেলে হুমায়ুন আহমদ (২৫), একই গ্রামের আক্কল আলীর ছেলে আবুল হাসনাত (৩২), আবুল হোসেন (২৮), ছৈফুল্লাহর ছেলে কয়ছর আহমদ (৪০), আক্কল আলীর ছেলে শিপন আহমদ (২২), আব্দুল হেকিমের ছেলে জুনেদ আহমদ (২৩), মনোহর আলীর ছেলে জসিম (৩৫), আব্দুল আলীর ছেলে আবুল হাবিব (২২), আক্কল আলী (৬০) পিতা অজ্ঞাত, মৃত. মখন আলীর ছেলে আনফর আলী (৫৫) কে আসামী করা হয়।
মামলা সুত্রে জানা যায়, গত শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ ঘটিকার সময় আসামী আবুল হাবিব গাড়ি দিয়ে পাইগাঁও ব্রিজের সম্মুখের রাস্তায় যানজট সৃষ্টি করেন।এই নিয়ে আসামী আবুল হাবিবের সাথে আহত আজির উদ্দিন এর কথা কাটা কাটি হয়।এ সময় উপস্থিত লোকজন বিষয়টি তাৎক্ষনিক ভাবে মিমাংসা করে দেন।আসামী আবুল হাবিব মনে ক্ষোভ চাপা দিয়ে আহত আজির উদ্দিনকে শায়েস্তা করার সুযোগ খুঁজতে থাকে।ওই দিন দুপুর বেলা আজির উদ্দিন বিশেষ কাজে নিজ বাড়ি হতে স্থানীয় জাউয়া বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে গরু হাটা সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের রাস্তায় পৌছালে দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় সন্ত্রাসী আব্দুল হাবিব এর নেতৃত্বে অন্যান্য আসামীরা পূর্ব শত্রæতার জেরে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে মারাত্মক প্রান নাশক অস্ত্রাদি সহকারে আহত আজির উদ্দিনকে মারপিট করার জন্য আক্রমন করা হয়।এতে রামদা ও দা ও দেশীয় অস্ত্রের এলোপাথারি আঘাতে আজির উদ্দিন ও নাজিম উদ্দিন গুরুতর আহত হয়।শেষে স্থানীয়রা উদ্ধার করে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়।তবে আহতদের অবস্থা আশংষ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার নির্দেশে তাংক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন।
এ বিষয়ে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সুনামগঞ্জ