১৮ মার্চ (সোমবার) বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় ও গাইবান্ধা জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে হকার্স মার্কেট এলাকার মেসার্স নিবর ডিপার্টমেন্টাল স্টোরকে বিএসটিআই এর অনুমোদনবিহীন পণ্য রাখায় এবং মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং হিসাবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ: জুনায়েদ আহমেদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ: মোঃ আহসান হাবীব।
জনস্বার্থে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।