বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা, আমরাও স্বাধীনতার স্বাদ পেতামনা।দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ডিজিটাল রূপকার জননেত্রীর আস্থা ভাজন শিবলী সাদিক এমপির দিকনির্দেশনা অনুসারী চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তৃতায় জ্বালাময়ী এ কথাগুলো বলেন।
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দিবসটি উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করে ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ।
সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি অফিস ভবন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্য, গ্রাম পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় বঙ্গবন্ধুকে।