শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রায়নগরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ফকির পাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে অতর্কিত হামলায় ৪ জন আহত।এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার রায়নগর বন্দরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সূত্রে জানা যায়, গত শুক্রবার রায়নগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সজীব প্রামানিক, আইজুল ইসলাম, রেজাউল করিস রেজা ও আনাস রহমানসহ আরও বেশ কিছু ব্যক্তি রায়নগর বন্দর মসজিদে তারাবির নামাজ আদায় করতে আসেন।তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বের হতে না হতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী মতিয়ার রহমানের পুত্র মিনহাজুল, মুকুল প্রামাণিকের পুত্র আব্দুল্লাহ, হারুন রশীদের পুত্র তারেক রহমান, রাজু মিয়ার পুত্র শামীম হোসেন, হাফিজুর রহমানের পুত্র খোকন মিয়া, শহিদুলের পুত্র শরিফুল ইসলাম, ইজার আলীর পুত্র সুমন মিয়া, শাহজাহানের পুত্র শিপন, হান্নান এর পুত্র আশিক রহমান, আব্দুল আলী, আব্দুল হামিদ সহ আরও অজ্ঞাত নামা বেশকিছু সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে বার্মিচ চাকু, হাসুয়া, লোহার রড, দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখ্য ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা তাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।এসময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।এদের ভিতর সজীব ও আইজুলের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রায়নগর বন্দর এলাকায় মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

এতে ওই ইউনিয়নের শত শত নারী-পুরুষ অংশ নিয়ে এ হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীর স্লোগান জানিয়ে মহাস্থান শিবগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

এ সময় শিবগঞ্জ থানা পুলিশের একটি ফোর্স এঘটনাস্থলে এসে অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হোন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, কৃষকলীগ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক বগুড়া অঞ্চল কৃষক প্রতিনিধি বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত আজমল হোসেন, শহিদুল ইসলাম সরদার, জিল্লুর রহমান ফকির, জলিল ফকির, আইনুল ইসলাম, আজমল হোসেন, খাঁজা মিয়া প্রাং, মুকুল রহমান, আনছার আলী ফকির, জিহাদ হাসান, জাহিনুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের শাস্তির জোর দাবী জানান।

পরে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু সন্ত্রাসীদের ২৪ ঘন্টার ভিতর গ্রেপ্তারের জন্য প্রসাশনের উর্দ্ধোতন কর্তমকর্তা সাথে কথা বলে অবরোধকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।একপর্যায়ে উত্তেজিত অবরোধকারীরা অবরোধ তুলে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =


অফিসিয়াল ফেসবুক পেজ

x