মাগুরার শালিখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেককাটা, চিত্রাংকন, রচনা ও কুইজ কুইজ প্রতিযোগিতা সহ (বঙ্গবন্ধুর জীবনীর উপর) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্করসহ প্রমুখ।
দিনের দ্বিতীয়ার্ধে উপজেলা পরিষদ মুক্তমঞ্চ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেন।
দোয়া মাহফিল শেষে উপজেলার ৪ শতাধিক এতিম ও দুস্থ শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
পরে মপমবাতি জ্বালিয়ে কেককেটে এতিম শিশুদের খাওয়ানো হয়।
ইফতার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, নি:সন্দেহে বঙ্গবন্ধু বাংলাদেশ বিনির্মাণ অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ব্যাপারে আমি সর্বদাই আপসহীনভাবে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সর্বদাই শিশুদেরকে ভালবাসতেন তাই আজ মহামানবের এই জন্মদিনে আমি এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে ইফতারের বিতরণ করলাম।