স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ সারিয়াকান্দিতে উদযাপিত হয়েছে।
আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু,সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক,পৌর মেয়র মতিউর রহমান মতি, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার,থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম।