শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর সব পূজা মন্ডপে বসছে সিসি ক্যামেরা;প্রতিমায় রঙ-তুলির আঁচড় ও সাজসজ্জা চলছে রাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় সালথায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, দু’জনকে জরিমানা ক্যান্সার আক্রান্ত শিশুকে বাঁচাতে ভ্যানচালক বাবা-মা’র আকুতি ভারতে প্রিয় নবী (সাঃ) কে কটূক্তি করায় কচাকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মিরসরাইয়ে ঝরনায় ছবি তুলতে গিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইমাম মাহাদী দাবিদার নুরাল পাগলা ও তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম কলাপাড়ায় আপন নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মহিপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নন্দীগ্রামে তরমুজ ও কলার দাম দ্বিগুণ

Exif_JPEG_420

বগুড়ার নন্দীগ্রামে কয়েকদিনের ব্যবধানে তরমুজ ও কলার দাম দ্বিগুণ বেড়ে গেছে।রোজা রেখে সন্ধ্যায় ইফতারিতে তরমুজ, কলাসহ বিভিন্ন ধরনের ফল খায় রোজাদাররা।এতে তারা অনেকটা স্বস্তিও পায়।এই সুযোগ কাজে লাগিয়ে সবধরনের ফলের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা।

নন্দীগ্রাম বাজারে কয়েকদিন আগেও তরমুজ ৫০ ও কলা ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।অথচ বৃহস্পতিবার প্রতি কেজি তরমুজ ৮০ ও কলা ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়।

নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ফলের দোকানে গিয়ে দেখা গেছে, অন্যান্য ফলের মধ্যে পেয়ারা ৮০, আনারস ৮০, বরই ৯০ ও শশা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এছাড়া খেজুর প্রকারভেদে ৪০০-১২০০, আপেল ৩৪০, আঙুর ৩০০, কমলা ২৮০, মাল্টা ৩৬০, বেদানা ৩৮০ টাকা কেজি দরে ও ডাব প্রতিটি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দেশে যে কোনো জিনিসের একটা দাম চাইতে পারলেই হয়ে যায় এমন অভিযোগ করে ক্রেতা ওমর ফারুক বলেন, এসব দেখার কেউ নেই।তরমুজ ৮০, কলা ১২০, দুধ ৯০ টাকা কেজি দরে কখনও বিক্রি হয় নাকি? গত সপ্তাহে এগুলোর দাম অর্ধেক ছিলো।শুধু ফল না, সব জিনিসের বাজার দর বেড়েছে।

কয়েকদিন আগে ঠান্ডা থাকায় তরমুজের দাম কম ছিল দাবি করে ফল ব্যবসায়ী মোসলেম উদ্দিন বলেন, এখন গরম পড়তে শুরু করেছে।তা ছাড়া রোজার কারণে তরমুজের চাহিদা বেড়েছে।এ জন্য দামও বেড়ে গেছে।তখন কম দামে কিনে কম দামে বিক্রি করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, ইফতারে স্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বাজার নিয়ন্ত্রণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ছাড়াও বাজার মনিটরিং অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com