শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

গাবতলিতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

বিএস বিদ্যুৎ,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন লক্ষ্যে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) ঢাকার গাবতলি ল্যান্ডিং ঘাটে নদী রক্ষায় নতুন প্রজন্মকে নিয়ে মানব বন্ধন ও সচেতনতা অনুষ্ঠান করে।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “নদীর অধিকার রক্ষায় তরুণ নেতৃত্ব”।

জিএলটিএস সংহতি প্রকাশ করে সমন্বয় করে ধরিত্রী রক্ষা আমরা (ধরা), বুরিগঙ্গা রিভার কিপার, আমিন বাজার ঘাট শ্রমিক ইউনিয়ন, বনলতা নারী উন্নয়ন সংস্থা, ইআরডিএ, এনডিএফ, ওওসিআরইসি, এসএসকেএস, সচেতন নাগরিক সমাজ সংগঠন, সম্প্রীতি ও সৌহার্দ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা, রিভার বাংলা প্রভৃতি সংস্থার সাথে।

মানববন্ধনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল এর সভাপতিত্বে উপস্থিত অতিথিরা নদী রক্ষার গুরুত্ব আলোকপাত করে বক্তব্য রাখেন।

উপস্থিত অতিথি আলোচিত মুখ জিএলটিএস উপদেষ্টা সোলায়মান সুখন বলেন, নদী রক্ষা না করতে পারলে দেশ বাচঁবেনা, আমরা কেওই বাঁচবোনা।তরুণরা দেশের প্রাণ, তাদেরকে আওয়াজ দিতে হবে, নদী রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তব্য রাখেন স্পৃহা-এর প্রতিষ্ঠাতা ফারহা মাহমুদ তৃনা।তিনি বলেন, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্যই আমরা সবাই একসাথে নদী রক্ষায় এগিয়ে আসবো।

এছাড়া জিএলটিএস নির্বাহী লিডার শামস সহ উপস্থিত তরুণ স্বেচ্ছাসেবীরা তাদের বক্তব্য তুলে ধরে সুপেয় পানি ও দখল মুক্ত নদীর দাবি জানান।

পরিবেশবাদী ও আইনজীবী জিএলটিএস লিডারশিপ প্লাটফর্ম এর সভাপতি রাওমান স্মিতা বলেন, “আমরা সমস্যা জানি, সমাধানও জানি, কিন্তু সমস্যা সমাধানে স্বদিচ্ছার অভাব।জ্যেষ্ঠ প্রজন্ম ব্যর্থ একটা টেকসই বাংলাদেশ দিতে।তাই নিজেদের জীবন বাঁচাতেই নদী রক্ষায় তরুণ প্রজন্ম এগিয়ে আসা ছাড়া উপায় নাই।তবে তরুণরা শুধু আলোচনা সভা, দিবস পালন করার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবেনা।তাদেরকে নেতৃত্ব নিতে হবে, নদী ও দেশ রক্ষার দায়িত্ব নিতে হবে।”

মানববন্ধন শেষে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ সহ সহযোগী সংগঠকদের সাথে প্রতীকী নদী পরিষ্কার ও মূকাভিনয় অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x