ঠাকুরগায়ে গতকাল বুধবার ২৫ জানুয়ারি ট্রাকের চাপায় আসাদুজ্জামান ও রাশেদুল ইসলাম নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এদিন বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আসাদুজ্জামান ও রাশেদুল ঠাকুরগাঁও পৌরশহরের নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একই মোটরসাইকেল দুইজন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিলেন।তারা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ধানবোঝাই ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কায় দেয়।এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।পরে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।তবে পালিয়ে গেছে ড্রাইভার ও হেলপার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে।ড্রাইভার ও হেলপারকে আটকের জন্য পুলিশ কাজ করছে।