শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

চিলারং ইউনিয়নে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়ন সম্পর্কিত অবহিতকরণ সভা করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদ।

শনিবার (০৯ ই মার্চ) দুপুর ১ টায় চিলারং ইউনিয়ন পরিষদের মাঠ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সার্বজনীন পেনশন স্কিমের উপর গুরুত্বারোপ করে চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন।তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন।ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে।সেই সাথে পেনশন স্কিম সম্পর্কে তথ্য সমাজের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সার্বজনীন পেনশন স্কিমের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সোনালী ব্যাংক লিঃ এর ম্যানেজার, ইউপি সচিব, ইউপি তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =


অফিসিয়াল ফেসবুক পেজ

x