বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
মাগো তুমি ভালো থেকো

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০৮:০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

মাগো তুমি ভালো থেকো
গোলাপ মাহমুদ সৌরভ
মাগো তুমি ভালো থেকো
করি প্রবাস থেকে দোয়া,
এখনো আমার ইচ্ছে করে
পেতে মাগো তোমার ছোঁয়া।
শিশুকাল কেটেছে আমার
মাগো আদরে তোমার কুলে
ভালোবাসা মমতা দিয়ে তুমি
খাবার দিতে মুখে তুলে।
চোখে চোখে রাখতে আমায়
মাগো তোমার আশেপাশে,
শিশু কালের সেই স্মৃতিগুলো
আজও আমার চোখে ভাসে।
অসুখ হলে তুমি যত্ন নিতে
ঘুম আসতো না তোমার চোখে,
আজ দূর প্রবাসে কেমন আছি
একথাটা বলে না কেউ মুখে।