শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কবিতাঃ চরিত্র

কবিতাঃ চরিত্র

লেখকঃ শামসুজ্জোহা আউয়াল

চরিত্র মানবের মহার্ঘ তম,
শ্রেষ্ট অলংকার।
হন তারা সমাজের শিখা স্বরুপ ,
মহৎ নিরহংকার।
সুস্বভাব মানবে করে ,
সুসভ্য সংযম ।
শৃঙ্খলা বোধ মৃল্যবোধ,
করে আত্বসংযম ।
উত্তম মাধুর্যতা করে
স্বমহিমায় উজ্জ্বলতা।
সমাজে ন্যায় নিষ্টা সভ্য,
করে ধৈর্য্য শীতলতা।
সুন্দর স্বভাব সদালাপী,
করে বিনয়ী ভদ্রবেশী।
উত্তম চরিত্রের লোক,হবে,
সুশৃঙ্খলা রক্ষাকারী ।
আত্ব সংযমের গুনাবলী,
হবে জ্ঞানের প্রতি শ্রোদ্ধাশালী।
হবেন তারা অন্যায় ক্রোধ হিংসা ,
কুরিপু বর্জন কারী ।
সুশীল ব্যক্তি সেই
ধৈর্য্য সংযম বোধের অধিকারী ।
ভদ্রবেশী সেই যিনি নির্মল স্বচ্ছ,
সাদা মনের উদ্ভাবি
সৃজনশীল নিবেদিত প্রাণ,
তিনি চরিত্রবান কথাবার্তা,
চাল চলন কর্মে ,
চিন্তা চেতনায় নিবেদিত প্রাণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =


অফিসিয়াল ফেসবুক পেজ

x