বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতাঃ চরিত্র

লেখকঃ শামসুজ্জোহা আউয়াল
- আপডেট সময় : ০৯:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

কবিতাঃ চরিত্র
লেখকঃ শামসুজ্জোহা আউয়াল
চরিত্র মানবের মহার্ঘ তম,
শ্রেষ্ট অলংকার।
হন তারা সমাজের শিখা স্বরুপ ,
মহৎ নিরহংকার।
সুস্বভাব মানবে করে ,
সুসভ্য সংযম ।
শৃঙ্খলা বোধ মৃল্যবোধ,
করে আত্বসংযম ।
উত্তম মাধুর্যতা করে
স্বমহিমায় উজ্জ্বলতা।
সমাজে ন্যায় নিষ্টা সভ্য,
করে ধৈর্য্য শীতলতা।
সুন্দর স্বভাব সদালাপী,
করে বিনয়ী ভদ্রবেশী।
উত্তম চরিত্রের লোক,হবে,
সুশৃঙ্খলা রক্ষাকারী ।
আত্ব সংযমের গুনাবলী,
হবে জ্ঞানের প্রতি শ্রোদ্ধাশালী।
হবেন তারা অন্যায় ক্রোধ হিংসা ,
কুরিপু বর্জন কারী ।
সুশীল ব্যক্তি সেই
ধৈর্য্য সংযম বোধের অধিকারী ।
ভদ্রবেশী সেই যিনি নির্মল স্বচ্ছ,
সাদা মনের উদ্ভাবি
সৃজনশীল নিবেদিত প্রাণ,
তিনি চরিত্রবান কথাবার্তা,
চাল চলন কর্মে ,
চিন্তা চেতনায় নিবেদিত প্রাণ