বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজশাহী জেলা ও মহানগর ফারিয়া।
এ উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আউটডোর গেটের সামনে থেকে জেলা ও মহানগর ফারিয়া কর্তৃক আয়োজিত একটি বিশাল র্যালি নগরীর বিভিন্ন স্থান প্রদর্শন করে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি মোঃ শামস নয়ন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ফারিয়ার সদস্য সচিব এবং রাজশাহী জেলা ফারিয়ার সভাপতি মোঃ খাইরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ফারিয়ার উপদেষ্টা মো: আরিফুল ইসলাম রতন সহ রাজশাহী মহানগর এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও প্রায় পাঁচ শতাধিক সদস্য বৃন্দ।