আপেল মাহমুদ:
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ৪র্থ বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মান্দায় আনন্দ র্যালি করেছেন।
নওগাঁ-৪ মান্দা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ব্রহানী সুলতান মামুদ গামার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার আ.লীগের দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে (মূরালে) ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর এক মিনিট নিরবতা পালন করেন সেখানে।পরে র্যালিটি মেডিকেলের মোড় হয়ে উপজেলার চৌরাস্তা মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।
নির্বাচন কমিটির আহ্বায়ক আলহাজ্ব খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মান্দা-৪ আসনের সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদ গামা, মান্দা উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওশাদ আলী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।