রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী-২ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এসময় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
এসময় উপস্থিত ছিলেন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বেলাল আহাম্মদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য বাদশা শেখ, মো. ইউনুস, মোখলেসুর রহমান, সাবেক সদস্য মামুনুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিক উদ্দিন আহাম্মদ ও বদরুল আহাম্মদ, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সূর্য, শাহমখদুম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসমত আলী ও মো. রেজাউল হক, ক্রীড়া সম্পাদক মো. রবিউল ইসলাম, শ্রম সম্পাদক মো. আবুল বাশের, সদস্য দুলাল শেখ, ১৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা, সাধারণ সম্পাদক সাহানা, ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি নেহার বানু, ১৬ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি জনিসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।