রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শাহজাদপুরে নৌকা ও ঈগলের প্রচারণা তুঙ্গে,নীরব ভূমিকায় লাঙ্গলসহ অন্যান্যরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) উপজেলায় পুরোদমে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা।নৌকা ও ঈগল প্রতীকসহ অন্য প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে পুরো শাহজাদপুর উপজেলা।উপজেলার প্রায় প্রতিটি হাঁট-বাজারে ও নির্বাচনী ক্যাম্পে স্ব-স্ব প্রার্থীর সমর্থকদের ভীড় জমছে।নির্বাচনী প্রচারণাকে ঘিরে এ শীত মৌসুমের রাতে চা-পানের পাশাপাশি ধুম চলছে বুট-মুড়ি খাওয়ার আয়োজন।

এছাড়া বিভিন্ন দোকানপাট ও চায়ের স্টলে সাধারন মানুষের মুখে চায়ে চুমুকের সাথে চলছে নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি নানা আলোচনা-সমালোচনা।কে হবে ৭ই জানুয়ারী নির্বাচনে বিজয়ী প্রার্থী?

সময় যত গড়াচ্ছে, নির্বচন ততই এগুচ্ছে।সেই সাথে বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যাস্থতা।নিজ নিজ প্রতীকের নেতাকর্মীরাও বসে নেই।তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে রাতদিন ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন তারা।

এবারের নির্বাচনে শাহজাদপুর আসনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ তুঙ্গে।পাশাপাশি নীরব প্রচারনায় রয়েছে জাতীয় পার্টির লাঙ্গলসহ অন্যান্যরা।

আসনটিতে নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন সাবেক দুই বারের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম।তিনি ১৯৯৬এর উপ-নির্বাচন ও ২০০৮ সালে নৌকা প্রতীকে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন তাঁর সাথে ভোটের মাঠে রয়েছেন।সাবেক এই সংসদ সদস্যের ব্যাপক জনপ্রিয়তা থাকায় তারা নৌকা প্রতীকে বিজয়ী হবেন বলে আশাবাদী।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীকে নিয়ে মাঠে রয়েছেন সাবেক দুই বারের পৌর মেয়র মোঃ হালিমুল হক মিরু।তার শুভাকাঙ্ক্ষীরা মনে করেন তার(মোঃ হালিমুল হক মিরু) এর জনপ্রিয়তা এবং বিএনপি নির্বাচনে না আসায় শাহজাদপুর আসনে ভোটের মাঠে ঈগল প্রতীকের বিজয়ী হওয়ার আশাবাদী ঈগল প্রতীকের সমর্থকরা।

এদিকে নির্বাচনী প্রচারণার মাঠে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে প্রথমে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেলেও বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

অপরদিকে নির্বাচনী প্রচারণায় কিছুটা নীরব ভূমিকায় রয়েছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী মোঃ মোক্তার হোসেন, তৃণমুল বিএনপির সোনালী আশঁ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম, হাতুড়ি প্রতীকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (বাসদ) এর আহ্বায়ক কমরেড রেজাউল রশীদ খান, মশাল প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মোঃ মোজাম্মেল হক, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর কাজী মোঃ আল-আমিন এবং নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মোহাম্মদ শামীম।

এই মোট ৮জন প্রার্থী সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x