পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে।শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তৌহিদুর রহমান জাতীয় পতাকা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল রশিদ দুদকের পতাকা উত্তোলন করেন।এরপর উপজেলা পরিষদ অফিসের সামনে থেকে ৱ্যালী বের হয়। এতে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।ৱ্যালী শেষে পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল রশিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তোহিদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মুক্তি। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহার,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক পাভেল মিয়া, ফজলে রাব্বি, হাসনা বানু, সীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।