রাজশাহীতে এক প্রবাসীর বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।এই ঘটনায় প্রবাসী আখতার উদ্দিন জনি আদালতে মামলা করেছেন।
অভিযুক্তরা হলেন প্রবাসীর স্ত্রী ঘোড়ামারা নিবাসী আবেদা সুলতানান (৪২) ও শিরোইল কলোনী নিবাসী গোলাম মুর্তজা রনি (৪২)।
বুধবার বিকেলে রাজশাহী প্রেস ক্লাবে এবিষয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই প্রবাসী।
তিনি বলেন, আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলাম।এই সময়ের মধ্যে আমার স্ত্রী আবেদা সুলতানা জমি ক্রয়ের নাম করে আমার কাছে টাকা চায়।২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাকে মোট ৩৭ লাখ টাকা প্রেরণ করা হয়।যার প্রমাণ আমার কাছে আছে।
এর মাঝে সে গোলাম মুর্তজান নামের এক ব্যক্তির সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে।গত ৬ অক্টোবর আমি দেশে ফিরে আসি।এর পর গত ৪ নভেম্বর আমার মেয়ের গলায় ও হাতে থাকা ৭ ভরির স্বর্ণের চেইন, বালা ও ব্রেসলেট নিয়ে গোলাম মুর্তজার সাথে পালিয়ে যায়।পরবর্তিতে তাদের ধরা হলে সুলতানা ও গোলাম মুর্তজা রনি মিমাংসার নাম করে কাল ক্ষেপন করতে থাকে।উপায়অন্তর না দেখে আমি মামলা করতে বাধ্য হই।এই মামলায় আমার দুই সন্তান সাক্ষী।
ভুক্তভোগী প্রবাসী আখতার উদ্দিন জনি এসময় সকলকে এধরণের নারী হতে সতর্ক হতে অনুরোধ জানান।