হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় আসন্ন বোরো মৌসুমে বোরোধান চাষাবাদের লক্ষ্যে বীজতলা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক।হাওড়বেষ্টিত লাখাই এ সবচেয়ে বেশি পরিমাণে চাষাবাদ হয়ে থাকে ইরিবোরো ধান।সময় মতো ধানের চারা রোপনের জন্য এরই মাঝে বীজতলা তৈরী কাজে ব্যস্ত হয়ে পরেছে কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা যায়, এ বছর বোর মৌসুমে ৪৯৪ হেক্টর জমিতে বীজতলা তৈরীর লক্ষ্য মাত্রা ধরে বীজতলা তৈরীতে এগিয়ে যাচ্ছে কৃষক।ইতিমধ্যে হাইব্রিড জাতের ৮০ শতাংশ এবং উফসী জাতের ২৫ শতাংশ জমিতে বীজতলা তৈরীর কাজ শেষ হয়েছে।
কৃষি সম্প্রসারন সুত্রে জানা যায়, এ বছর ধানের জাত নির্বাচনের ক্ষেত্রে ব্রীধান ৮৮, ৮৮, ৯২, ৯৬ ও বঙ্গবন্ধু ১০০ জাতের ধান ও হাওরাঞ্চলে হাইব্রিড ও আগাম জাতের ধান চাষাবাদ করতে কৃষকদের কে পরামর্শ প্রদান করা হয়েছে।
আরো জানা যায়, চলতি বছর লাখাইয়ে বোরো মৌসুমে চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১২ হাজার ২০৮ হেক্টর জমি।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান বলেন, এ উপজেলায় প্রধান ফসল বোরোধান তাৎ চাষাবাদ বাড়াতে কৃষকদের কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও আদর্শ বীজতলা করতে পরামর্শ দিয়ে আসছে কৃষি সম্পসারন অধিদপ্তর।আগাম ও সল্প মেয়াদী, বন্যা এবং খরা সহিষ্ণু ও উন্নত জাতের ধান চাষাবাদ করতে কৃষকদের কে পরামর্শ দিয়ে যাচ্ছি।