বগী ও পুঁটি
গোলাপ মাহমুদ সৌরভ
খুঁটির উপর বসে বগী
খুঁজে পুঁটি মাছ,
চুপটি করে থাকে বসে
দেখে পুঁটির নাচ।
বগী তাকায় এদিক ওদিক
তীক্ষ্ণ প্রখর চোখে,
পুঁটি লুকায় ওঝা বনে
চলে এঁকেবেঁকে।
বগী বড়ো আশায় থাকে
একটি যদি পাই,
চালাক পুঁটি দেয় না ধরা
বগীর কপালে ছাই।
সাদা পালক বগীর গায়ে
লম্বা তাহার ঠোঁট,
বড্ড রেগে বলে বগী
নষ্ট হলো মুঠ।