রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নন্দীগ্রামে গড়ে উঠছে কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের বিশাল গরুর ফার্ম

বগুড়ার নন্দীগ্রামে গড়ে উঠছে কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের বিশাল একটি গরুর ফার্ম।নন্দীগ্রাম উপজেলা সদর থেকে ২ কিলোমিটার উত্তরে ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন মোজায় এ ফার্ম গড়ে তোলার উদ্যোগ নেন দেশের বিশিষ্ট শিল্পপতি এম কায়সার রহমান।

বাদলাশন মৌজার ১২৬ বিঘা পরিমাণ জমি বিভিন্ন জনের নিকট থেকে উচ্চমূল্যে ক্রয় করে তিনি কোয়ালিটি লাইভস্টক লিমিটেড নামে গরুর ফার্ম গড়ে তুলছেন।যার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।এ ফার্মে ৪ হাজার গাভী ও ষাঁড় পালন করা হবে।এ ফার্মে প্রতিদিন ১ হাজার লিটার গাভীর দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সেই দুধ এলাকায় এবং এলাকার বাহিরেও সরবরাহ করা হবে।এছাড়াও আমিষের চাহিদা পূরণে নিয়মিত গরুর মাংস বিক্রয় করা হবে।

কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের ফার্ম ইনচার্জ বেনজীর আহমেদ জানান, সকল নিয়মনীতি অনুস্মরণ করে এ ফার্ম গড়ে তোলা হচ্ছে।চলতি বছরের জুলাই মাস থেকে এ ফার্ম নির্মাণ কাজ শুরু হয়েছে।আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাঝামাঝি বা শেষের দিকে এ ফার্ম নির্মাণ কাজ শেষ হবে।তারপরেই গাভী ও ষাড় পালন শুরু করা হবে।এর পাশাপাশি নিয়মিত গাভীর দুধ ও গরুর মাংস বিক্রয় হবে।ফার্মটি স্থাপন হওয়ায় এই এলাকার ২০০ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ জানান, ভাটগ্রাম ইউনিয়নে কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের গরুর ফার্ম স্থাপন করার উদ্যোগকে আমি স্বাগত জানাই।এমন একটি ফার্ম স্থাপন হওয়ার কারণে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে।এর পাশাপাশি এই এলাকায় ভালো মানের গাভীর দুধ ও গরুর মাংস পাওয়া যাবে।

স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন আমাদের বাদলাশন গ্রামে এত বড় একটি গরুর ফার্ম স্থাপন করায় আমরা খুশি হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 2 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x