বাংলাদেশের ছাত্রসমাজের অভিভাবক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
আজ শুক্রবার (১০ নভেম্বর) তার জন্মদিন উপলক্ষে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ নোমান হাসানের আয়োজনে ১০ই নভেম্বরের প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়।প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।
জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় যেনো আজ বন্ধু-বান্ধব, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্ষীদের দখলে।এ যেনো ঈদের মিলন মেলা।আসলেই তো তাই!
সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার তথা সারা বাংলার ছাত্রসমাজের এক উজ্জ্বল নক্ষত্র।ছাত্রলীগ পরিবারের সদস্যরা তাকে অন্যতম একজন অভিভাবক হিসেবে মনে করেন।
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ নোমান হাসান সহ বন্ধু-বান্ধব, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্ষীদের কাছে সাদ্দাম হোসেনের জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতি বছরে মাত্র একবার।এইদিনে আনন্দ উল্লাস না করলে কি হয়?
চলুন দেখে নেয়া যাক সাদ্দাম হোসেনের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কি হচ্ছে :
ছাত্রলীগ নেতা আবু মোঃ নোমান হাসান লিখেছেন,
শুভ জন্মদিন প্রিয় ❤️ অভিভাবক
হিমালয় কন্যা খ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের কৃতি সন্তান, বঙ্গবন্ধু তণয়া দেশরত্ন শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার, সময়ের সাহসী সন্তান-
সাদ্দাম হোসেন ভাইয়া❤️ আমার বাস্তবতার এই ছোট্ট জীবনে নিভে যাওয়া দ্বীপে আলো জাগানো প্রিয় আদর্শ ও নিরহংকারী ব্যক্তিত্ব, যিনি সর্বোচ্চ ক্ষমতার মসনদে থেকেও সকল প্রকার লোভ-লালসাহীন ভাবে সদা হাস্যোজ্জল মুখে সাধারন শিক্ষার্থীদের মত করে জীবন চলতে শেখান।যিনি সকল প্রকার ব্যস্ততার মাঝেও সার্বক্ষনিক নিজ জন্মভূমিকে ভালোবেসে যান।যিনি নিজ মাতৃভূমিকে বিশ্ব-দরবারে প্রতিনিয়ত ই নতুন নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিচ্ছেন।জন্মভূমির প্রতি কতটুকু কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা থাকা প্রয়োজন-প্রিয় ভাই, সেটি আপনার সান্নিধ্য না পেলে হয়তোবা কখনো উপলব্ধি ই করতে পারতাম না।বিশ্বাস করি, আপনার বলিষ্ঠ নেতৃত্বের দীপ্ত শিখায় উজ্জ্বলিত হয়ে প্রিয় জন্মভূমিতে সময়ের সৃষ্ট সকল দুষ্ট-মিষ্ট অন্ধকার অধ্যায় গুলো অচিরেই বিলীন হয়ে যাবে।সেদিনের অপেক্ষায়……
” আমরা ক’জন নবীন মাঝি-হাল ধরেছি,
. … … … শক্ত করে রে … … … . ”
” তীর হারা এই ঢেউয়ের সাগর-পাড়ি দেবো রে “
পঞ্চগড় জেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে আপনার শুভ জন্মতিথিতে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
আরেক ছাত্রলীগ নেতা জাহিদ জনি লিখেছেন, শুভ জন্মদিন প্রিয় নেতা, প্রিয় ভাই।আপনাকে অনেক ভালোবাসি ভাই।সারাজীবন এই হাসি মাখা মুখটির জন্য নিরন্তন ভালোবাসা ও শুভেচ্ছা রইলো প্রিয়।
এছাড়া আরও সহস্র নেতাকর্মী তাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
শুধু ছাত্রলীগের নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।