রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কাজিপুরে শিক্ষার গুণগত মান্নোয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

কাজিপুরে উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান্নোয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।

সভায় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান বিশ্বায়নে টিকে থাকতে হলে ডিজিটাল পদ্ধতিকে ব্যবহার করে মানসম্পন্ন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ছাড়া আত্বনির্ভরশীল, দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠন সম্ভব নয়।তথ্য-প্রযুক্তি আজকের শিক্ষা ব্যবস্থার সাথে অত্যন্ত ঘনিষ্ট ভাবে জড়িত।পৃথিবীর সকল দেশ জুড়ে প্রযুক্তির ব্যবহার বিস্ময়কর ভাবে বেড়েই চলছে।শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে উপজেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।আগামীর নতুন কারিকুলাম ও ধারাবাহিক মুল্যায়ন পদ্ধতির সাথে শিক্ষকদেরকে তাল মেলাতে হবে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, সাধারণ সম্পাদক মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক আব্দুল বাকী।অন্যান্যদের মধ্যে বক্তব্য আর ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার শাহা, আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইন্সটিটিউটের সুপার মারজিয়া বেগম, উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান।

সভায় উপজেলার ১৮টি কলেজ, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়৫১ টি, ১১টি মাদ্রাসা এবং ৯ টি ভোকেশনাল ইন্সটিটিউটের প্রধানগণ অংশগ্রহণ করেন।পরে প্রতিটি বিদ্যালয়ে উপজেলা বন বিভাগের পক্ষ থেকে ৪ প্রজাতির বৃক্ষের চারাগাছ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x