সোমবার, ২০ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

জবিতে তরুণদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’ এর নতুন কমিটি

তরূণদের নোবেল’খ্যাত “হাল্ট প্রাইজ” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অন-ক্যাম্পাস রাউন্ড ২০২৩-২৪ এর পরিচালনা পর্ষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

২৪ সদস্য বিশিষ্ট এই কমিটির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তায়েবুর রহমান।

কমিটিতে সহকারী ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী এ.এইচ.এম. মাহিন।

চীফ অফ স্টাফ মাহরুমা আক্তার শেফা, হেড অফ ডিজাইন এন্ড কন্টেন্ট নুরাইয়া তাবাসসুম, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস রুপা আক্তার বিউটি, হেড অফ ডিজিটাল মার্কেটিং ফাহমিদা মুন্নি, হেড অফ ব্রান্ডিং এন্ড প্রমোশন কায়াম আহমেদ রনি, হেড অফ পাবলিক রিলেশন ইসনাইন জান্নাত ইশা।

প্রতিটি ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট হেড এবং এক্সেকিউটিভ মেম্বারও আছেন কমিটিতে।

ডিজাইন এন্ড কন্টেন্ট টিমের এসিস্ট্যান্ট হেড তানিয়া জান্নাত, এসিস্ট্যান্ট হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস মাশরুফ শাহরিয়ার সিয়াম ও আতকিয়া ফারিহা জিহান, এসিস্ট্যান্ট হেড অফ ব্রান্ডিং এন্ড প্রমোশন আল -আমিন ও ইশমাম ভূইয়া, এসিস্ট্যান্ট হেড অফ ডিজিটাল মার্কেটিং ইসরাত জাহান সাদিয়া এবং এসিস্ট্যান্ট হেড অফ পাবলিক রিলেশন উম্মে আয়মান।

এছাড়াও কমিটিতে এক্সেকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন- তামিম রেজা উদ্যান, রাহিম মাহমুদ, সাদিয়া বিনতে সালাউদ্দিন, সামান্তা ইসলাম, ইসরাত জাহান দোলা, প্রান্ত দাস গুপ্ত, পার্থ সাহা, প্রণয় সরকার ও উৎসব চৌধুরি।

এবারের প্রতিযোগিতাটি ২০২৩-২৪ পরিচালন কমিটির ক্যাম্পাস ডিরেক্টর তায়েবুর রহমানের তত্ত্বাবধানেই পরিচালিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

হাল্ট প্রাইজ ক্যাম্পেইন নিয়ে তায়েবুর রহমান বলেন, “Hult Prize একটি আন্তর্জাতিক সংস্থা যেটি এখন পর্যন্ত অনেক উদ্যোক্তা সৃষ্টি করেছে।বিভিন্ন অভিনব পদ্ধতির মাধ্যমে Hult Prize যুবকদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে।প্রতিবারের ন্যায় এবারও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে Hult Prize এর on campus program আয়োজন করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু আইনগত জটিলতা থাকা সত্ত্বেও আমরা স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করে এসেছি।আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা হওয়ার মনোভাব জাগ্রত করা।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতি বছর পৃথিবীতে প্রায় ৩ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে।বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়।চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১০ লক্ষ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে উপহার প্রদান করা হয়।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর সেপ্টেম্বর মাসে এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nine =


অফিসিয়াল ফেসবুক পেজ

x