পুরস্কার প্রাপ্তি মনকে আনন্দিত করে।ভালো কাজের পুরষ্কার জাতির কাছে প্রশংসায় ভাসে।এ জাতীয় পুরষ্কার এর জন্য গুটা পুলিশ বাহিনী কম্পিটিশনে নিয়মিত কাজ করে যাচ্ছে।শুধু পুরষ্কার এর আশায় নয় বরং দেশ ও জাতির জান, মাল নিরাপত্তা সহ সকলকে নিরাপদে রাখতে সকল চেষ্টায় মগ্ন পুলিশ বাহিনী।জনমনে আজ পুলিশ বাহিনী আস্থা অর্জন করতে পেরেছে।
গতকাল বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ ডি আই জি কার্যালয়ে এক দরবারে ময়মনসিংহ নব যোগদানকৃত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম-বার এর নিকট থেকে মাসিক ক্রাইম কনফারেন্স সেপ্টেম্বর/২০২৩ এর আইজিপি ও পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ চাঞ্চল্যকর ক্লূ লেস মামলার রহস্য উদঘাটন এবং মাদক উদ্ধারের জন্য পুরস্কার প্রাপ্তি।
একজন অবরুদ্ধ ভিকটিম উদ্ধারপূর্বক দুইজন আসামী গ্রেফতার করায় আইজিপি কর্তৃক পুরস্কার প্রদান।আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করায় আইজিপি কর্তৃক পুরস্কার প্রদান।
মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করায় পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক পুরস্কার প্রদান।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবনাল এর গ্রেফতারী পরোয়ানা তামিল করায় পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক পুরস্কার প্রদান।
চুরি যাওয়া মাটি কাটার ভেকু উদ্ধার করায় পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক পুরস্কার প্রদান।
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) কমল সরকারকে পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক পুরস্কার প্রদান।
জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)’র অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, পুরস্কার পাওয়াটা আনন্দময়।এভাবে পুরস্কার পেলে আমাদের দেখাদেখি দেশের সকল পুলিশ বাহিনীর কাজের আরো গতি বারবে।রেঞ্জ ডিআইজি শাহ্ আবিদ হোসেন এর হাত থেকে পুরস্কার পেয়ে ডিবি পুলিশের ওসি ফারুক হোসেন সহ ডিবি পুলিশের কর্মকর্তাগণ খুশি।