রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মান্দায় কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণে অনিয়ম

নওগাঁর মান্দায় রবি শস্য সরিষার জন্য বরাদ্দকৃত কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলা জুড়ে ৪ হাজার ৮ শত জনকে কৃষি প্রণোদনার সার ও সরিষা বীজ দেওয়া হচ্ছে।

এইসব রবি শস্যের সার,বীজ অধিকাংশ ভূমিহীন পরিবার পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এছাড়াও যেসব এলাকায় সরিষা ফসল জন্মে না, এমন নিচু এলাকার মানুষজনকে এসব প্রণোদনার সার ও বীজ দেওয়া হয়েছে।অনেক ভূমিহীন কৃষি প্রণোদনার কার্ড বিনিময়ে সুবিধা গ্রহণ করে প্রণোদনার সার ও বীজ বাজারে বিক্রি করে দিচ্ছেন।এতে প্রকৃত কৃষকেরা এসব প্রণোদনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে গেলে দেখা গেছে,উপজেলার ভালাইন ইউপির চুকিনগর এলাকার যতিন নামে এক ভ্যান চালক পাঁচ ব্যক্তির টিপসহি প্রদান করে এসব সার বীজ উত্তোলন করে যাচ্ছেন। একই ভাবে উপজেলার অন্যান্য ইউনিয়নে সার-বীজ উত্তোলন করতে দেখা গেছে।

এ ব্যাপারে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ইউনিয়ন কৃষি কমিটিকে না জানিয়ে  উপজেলা কৃষি কর্মকর্তা তার ইচ্ছা মত তালিকা প্রণোদনার সার ও বীজ বিতরণ করে যাচ্ছেন।অনেকের ১ শতক জমি না থাকলেও তাদেরকে প্রণোদনার সুবিধা দেওয়া হচ্ছে।তারা কিভাবে এইসব প্রণাদোনার সার বীজ পাচ্ছে তা আমার জানা নেই।মোট বরাদ্দের অর্ধেক ইউনিয়ন কমিটিকে দিয়ে পুরো তালিকা প্রণোয়ন করে স্বাক্ষর নিয়েছেন।বরাদ্দের সিংহ ভাগ নেতাকর্মীদের মাঝে বিতরণ করে তালিকা প্রণোয়ন করেছেন।

তিনি আরো জানান, ইউনিয়ন কৃষি কমিটির মাধ্যমে তালিকা প্রণোনয়ণ না করায়, প্রকৃত কৃষক বঞ্চিত হয়েছেন।এতে করে রবি ফসলের উৎপাদন ব্যহত হবে।কারণ অনেক সুবিধাভোগীর জমি না থাকায়, সার,বীজ বাজারে বিক্রি করে দিচ্ছেন।

মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, ইউনিয়নের ৫ শত বরাদ্দের মধ্যে ২ শত ৮০ জনের প্রণোদনার সুবিধা পেয়েছি।কিন্তু ইউনিয়ন কৃষি কমিটির মোট বরাদ্দের তালিকায় স্বাক্ষর করে নিয়ছেন কর্মকর্তা।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম জানান, মোট বরাদ্দের অর্ধেক পেয়েছি।এরপর পুরো বরাদ্দের স্বাক্ষর নিয়েছেন কর্মকর্তা।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “স্যার” (উপজেলা কৃষি কর্মকর্তা) ইউনিয়নের মোট বরাদ্দ থেকে অর্ধেক ইউনিয়ন কমিটিকে দেয় এবং বাকি অর্ধেক কোন যাচাই বাছাই ছাড়া তার পছন্দের লোকজনের মাধ্যমে বিতরণ করছেন।ফলে প্রকৃত কৃষক বঞ্চিত হচ্ছেন।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন,নিয়ম মেনেই রবি মৌসুমের সার,বীজ বিতরণ করা হচ্ছে।কোন অনিয়ম হয়নি।

তবে প্রকৃত কৃষকেরা প্রণোদনার সার,বীজ পেয়েছে কিনা জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে বলেন, এবিষয়ে আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 20 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x