টাঙ্গাইলের দেলদুয়ারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নাল্লাপাড়া বাজার সংলগ্ন মাঠে নাগরিক কমিটি, দেলদুয়ার কর্তৃক আয়োজিত এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক তথ্য, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম।
এ সময় প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তারেক শামস খান হিমু ও উদ্বোধক হিসেবে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম উপস্থিত ছিলেন।
এছাড়া এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইনসাফ আলী উসমানী, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ সভাপতি আনিসুর রহমান বুলবুল,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী,দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম প্রামানিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।